শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল উদ্ধার

গোলাপগঞ্জে যৌথ বাহিনী অভিযান চালিয়ে গুলি সহ একটি পিস্তল উদ্ধার করেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় এ পিস্তলটি উদ্ধার করা হয়।

জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড সেনাবাহিনী  ক্যাম্প ও র‍্যাব-৯ এর টহল দল যৌথভাবে অভিযান উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রামের কায়স্থাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশরুম সংলগ্ন নিরাপত্তা ট্যাংকের পাশে থেকে একটি বিদেশি পিস্তল ও ৪টি গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

অভিযানের সময় কোনো আসামি বা সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি বলে জানা যায়। অভিযান শেষে আনুমানিক উদ্ধারকৃত অস্ত্র ও গুলি যথাযথ আইনগত প্রক্রিয়ায় র‌্যাব-৯ এর নিকট হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা জানান, পিস্তলটি জিডিমূলে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৯।

এই সম্পর্কিত আরো