সিলেটের অন্যতম পর্যটন স্পট সাদাপাথর-বিছনাকান্দি ও জাফলংয়ের প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রয়োজনে লংমার্চের ডাক দেয়া হবে। অবিলম্বে পাথর লুটকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন জুলাইযোদ্ধা সংসদ সিলেটের নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেল সোয়া ৪টায় সিটি পয়েন্টে আব্দুর রহিম এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেল আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আহমেদ নীল।
বক্তারা সিলেটের প্রাকৃতিক সম্পদ ধ্বংসকারী ও লুটকারীদের ব্যাপারে প্রশাসন যেনো জিরো টলারেন্স নীতি গ্রহণের জোর দাবী জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মইনুল হোসেন, আশরাফুল ইসলাম, সেলিম আহমদ, সাব্বির আহমদ, মোহাম্মদ কামিল উদ্দিন, আব্দুল হাসিম, আব্দুল আহাদ।