শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সেই সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির মাফরুহীকে সমন্বিত শিক্ষার্থী জোটের প্রশ্ন - ‘অনিয়ম থাকলে বৃহস্পতিবারই পদত্যাগ করতেন, আজ কেন’ জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তারের পদত্যাগ ধনু নদে স্পিডবোট-নৌকার সংঘর্ষে ৪ শিশু নিখোঁজ জাকসুর ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ সরকারি ডাক্তারদের ৮ নির্দেশনা ‘নির্বাচন ঠেকানোর নতুন নতুন বয়ান সামনে আনা হচ্ছে’ জুলুমের পূর্ণ অবসান পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী লড়াইকারীরা এক থাকবো: জামায়াত আমির শান্তিগঞ্জে জামায়াতের এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের ওয়ার্ড সভা কুলাউড়ায় লাল সবুজ উন্নয়ন সংঘের কমিটি গঠন
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি

মৌলবীবাজারের শ্রীমঙ্গলের ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন সমিতির একজন সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগপত্রে তিনি বলেন, ঘোষিত নির্বাচন কমিশনের ক্রমিক নং ১, ২, ৫, ৬ ও ৭-এর সদস্যরা প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত। এতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 

তিনি উল্লেখ করেন, ২০১৭ সালের ২৪ মে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে সভাপতি ও সেক্রেটারি তৎকালীন কৃষিমন্ত্রীর প্রত্যক্ষ সমর্থনে নিয়মিত মেয়াদ শেষ হওয়ার পরও ২০২৫ সাল পর্যন্ত নির্বাচন ছাড়াই অবৈধভাবে দায়িত্ব পালন করে আসছেন। ভোটার তালিকা নিয়েও প্রশ্ন তোলেন এই সদস্য। তার দাবি, ২০১৭ সালের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৯৯০ জন, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে মাত্র ১১৩৩ জনে। অথচ যথাযথভাবে হালনাগাদ করা হলে ভোটার সংখ্যা আড়াই হাজার থেকে তিন হাজার হওয়ার কথা। এটি বর্তমান ভোটার তালিকার অসম্পূর্ণতা ও পক্ষপাতমূলক প্রণয়নের প্রমাণ বলে অভিযোগ করেন তিনি। বর্তমান জাতীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, অসম্পূর্ণ ভোটার তালিকা নিয়ে এই সময়ে নির্বাচন আয়োজন করলে ব্যবসায়ী সমাজে বিভাজন ও অস্থিরতা দেখা দিতে পারে। 

এ অবস্থায় তিনি নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদকৃত ভোটার তালিকা প্রণয়ন না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার দাবি জানান। 

উল্লেখ্য,গত ৭ আগস্ট শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠানের জন্য সাত সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করে দেন৷ এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সিরাজুল ইসলাম চৌধুরী তিনি এমআর খান চা বাগানের সত্বাধিকার৷ 

এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান প্রফেসর রফি আহমেদ চৌধুরী তিনি শ্রীমঙ্গল সরকারী কলেজের অধ্যাপক৷ নির্বাচন কমিশনার মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকি তিনি উপজেলার বিএনপির আহ্বায়ক৷ কমিশনার মোহাম্মদ ইয়াকুব আলী তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য৷ কমিশনার আশরাফুল ইসলাম কামরুল তিনি উপজেলা জামায়ে ইসলামীর সেক্রেটারী ৷ কমিশনার এ্যাডভোকেট মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ তিনি মৌলভীবাজার জজ কোর্টের নোটারী পাবলিক ৷ কমিশনার অয়ন চৌধুরী তিনি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৷ 

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন জানান,নির্বাচন নিয়ে একটি অভিযোগ পেয়েছি৷ সবাইকে নিয়ে বসে বিষয়টি সমঝোতার চেষ্টা করা হবে৷

এই সম্পর্কিত আরো

সেই সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির

মাফরুহীকে সমন্বিত শিক্ষার্থী জোটের প্রশ্ন ‘অনিয়ম থাকলে বৃহস্পতিবারই পদত্যাগ করতেন, আজ কেন’

জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তারের পদত্যাগ

ধনু নদে স্পিডবোট-নৌকার সংঘর্ষে ৪ শিশু নিখোঁজ

জাকসুর ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

সরকারি ডাক্তারদের ৮ নির্দেশনা

‘নির্বাচন ঠেকানোর নতুন নতুন বয়ান সামনে আনা হচ্ছে’

জুলুমের পূর্ণ অবসান পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী লড়াইকারীরা এক থাকবো: জামায়াত আমির

শান্তিগঞ্জে জামায়াতের এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের ওয়ার্ড সভা

কুলাউড়ায় লাল সবুজ উন্নয়ন সংঘের কমিটি গঠন