সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পিআর ইস্যুতে জামায়াতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, কর্মসূচি ঘোষণা ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টের যেকোনো অপচেষ্টা ব্যর্থ হবে: রাশিয়া হাসিনা-মুজিব দু’জনেই সেনাবিদ্বেষী ছিলেন: হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদানে মাহমুদুর রহমান পে-স্কেল নিয়ে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টা - ‘তরুণদের সম্মিলিত চেষ্টায় বাংলাদেশ উন্নত মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে’ সিসিকনামা পর্ব-১ - পিয়ন থেকে কোটিপতি সোহাগের উত্থান রহস্য শ্রদ্ধা-ভালোবাসায় ফরিদা পারভীনকে শেষ বিদায় আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে: জামায়াত ভারত-পাকিস্তান ম্যাচে গালিগালাজ করলে হতে পারে ৩ মাসের জেল ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে: সালাহউদ্দিন
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারের রাজনৈতিক সমীকরণ

মাঠে সরব বিএনপি-জামায়াত, আ. লীগ অনুপস্থিতিতে নতুন হিসাব-নিকাশ

বিএনপিতে হেভিওয়েট প্রার্থীর ছড়াছড়ি, জামায়াতও ঘোষণা করেছে প্রার্থী


জাতীয় রাজনৈতিক পটপরিবর্তনের পর মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে নির্বাচনী হিসাব-নিকাশ পুরোপুরি পাল্টে গেছে। এক বছর আগেও যে বিএনপি ও জামায়াতে ইসলামীকে পথে নামতে বাধার মুখে পড়তে হতো, সেই দলগুলোই এখন ফুরফুরে মেজাজে মাঠ গোছাচ্ছে। ব্যানার, পোস্টার আর গণসংযোগে নির্বাচনী আমেজ স্পষ্ট। বিপরীতে, আওয়ামী লীগ ও তার সহযোগী দলগুলোর নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় তাদের দুর্গখ্যাত আসনগুলোতেও তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ।


এই নতুন বাস্তবতায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি), জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত মজলিসের মতো দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা পুরোদমে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা কিছুটা নড়বড়ে হওয়ায় তারা এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও ভোটারদের মধ্যে নতুন প্রেরণা ও ব্যাপক উৎসাহ কাজ করছে।

 

এদিকে জেলার সবকটি আসনেই হেভিওয়েট প্রার্থীদের নিয়ে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি। বিশেষ করে, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আসন (মৌলভীবাজার-৩) এবং মৌলভীবাজার-১ আসনে আন্তর্জাতিক আদালতে মামলাকারী দারাদ আহমদের মতো প্রার্থীদের ঘিরে চলছে ব্যাপক আলোচনা। 

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম বলেন, দলে কোনো গ্রুপ নেই, আমাদের একমাত্র গ্রুপ তারেক রহমানের। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে আমরা জীবন বাজি রেখে কাজ করব।


অন্যদিকে গণঅভ্যুত্থানে ভূমিকা পালনকারী জামায়াতে ইসলামীও চারটি আসনেই সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে মাঠে সক্রিয়। বিশেষ করে, দলের আমির ডা. শফিকুর রহমানের নিজ জন্মস্থান মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে তাঁর প্রার্থিতার সম্ভাবনা নিয়ে জোরালো গুঞ্জন রয়েছে। জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ ইয়ামির আলী জানান, দলের নির্বাচনী বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তবে এলাকাবাসীর পক্ষ থেকে আমিরের জন্য জোরালো দাবি রয়েছে।

 

এছাড়া জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) নতুন দল হিসেবে মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী দিয়ে আলোচনায় এসেছে। অন্যদিকে, জাতীয় পার্টির জেলা সভাপতি আলহাজ্ব কামাল হোসেন জানিয়েছেন, তারা কমিটি পুনর্গঠনে মনোযোগ দিচ্ছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।


মৌলভীবাজার-১ (জুড়ি-বড়লেখা):
এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আন্তর্জাতিক আদালতে মামলাকারী দারাদ আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন মিঠু এবং প্রয়াত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী গণসংযোগ চালাচ্ছেন। জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাওলানা আমিনুল ইসলাম এবং জাতীয় পার্টির আহমেদ রিয়াজ প্রচারণায় রয়েছেন।


মৌলভীবাজার-২ (কুলাউড়া):
বিএনপির হয়ে মাঠে সক্রিয় রয়েছেন কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজা এবং যুক্তরাজ্য প্রবাসী ড. সাইফুল আলম চৌধুরী। তবে সব আলোচনার কেন্দ্রে রয়েছে জামায়াত। জেলা আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলীকে প্রার্থী ঘোষণা করা হলেও, দলের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান এ আসনে প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তিনি সম্প্রতি এলাকায় একাধিক মতবিনিময় সভা করে সেই সম্ভাবনা আরও জোরালো করেছেন।


মৌলভীবাজার-৩ (রাজনগর-মৌলভীবাজার সদর):
সিলেট বিভাগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে চলছে মূল আলোচনা। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র ও দলের নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমানের মধ্যে যে কোনো একজন প্রার্থী হতে পারেন, যা নিয়ে জেলাজুড়ে ব্যাপক জল্পনা চলছে। জামায়াতের প্রার্থী হিসেবে সাবেক জেলা আমির আব্দুল মান্নানের নাম শোনা যাচ্ছে।


মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ):
একসময় আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই আসনে এবার প্রেক্ষাপট ভিন্ন। বিএনপির হয়ে জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী এবং শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু মনোনয়ন প্রত্যাশী। জামায়াতে ইসলামী দীর্ঘ ২৯ বছর পর এ আসনে অ্যাডভোকেট মো. আব্দুর রবকে প্রার্থী ঘোষণা করেছে। তবে বড় চমক হিসেবে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশের নাম আলোচনার শীর্ষে রয়েছে, যা নির্বাচনী লড়াইকে নতুন মাত্রা দেবে বলে ধারণা করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

পিআর ইস্যুতে জামায়াতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, কর্মসূচি ঘোষণা

ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টের যেকোনো অপচেষ্টা ব্যর্থ হবে: রাশিয়া

হাসিনা-মুজিব দু’জনেই সেনাবিদ্বেষী ছিলেন: হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদানে মাহমুদুর রহমান

পে-স্কেল নিয়ে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা

প্রধান উপদেষ্টা ‘তরুণদের সম্মিলিত চেষ্টায় বাংলাদেশ উন্নত মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে’

সিসিকনামা পর্ব-১ পিয়ন থেকে কোটিপতি সোহাগের উত্থান রহস্য

শ্রদ্ধা-ভালোবাসায় ফরিদা পারভীনকে শেষ বিদায়

আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে: জামায়াত

ভারত-পাকিস্তান ম্যাচে গালিগালাজ করলে হতে পারে ৩ মাসের জেল

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে: সালাহউদ্দিন