নিরাপদ সন্তান প্রসবসহ পরিবার কল্যাণ কার্যক্রমে গুরুত্ব্পূর্ণ অবদান রাখায় এবছরও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নে পরিবার কল্যাণ পরিদর্শিকা সম্পা রানী ঘোষ। সোমবার বিশ্ব জনসখ্যা দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে সম্পা রাণী ঘোষকে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকার সম্মাননা প্রদান করা হয়। এর আগে ৫ বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাাচিত হয়েছেন তিনি।
এদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমে অবদান রাখায় শ্রেষ্ঠ ইউনিয়ন হিসাবে উমরপুর ইউনিয়ন পরিষদকেও সম্মানা প্রদান করা হয়। সোমবার গোয়ালাবাজারস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব জনসখ্যা দিবসে আলোচনা সভা শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভিবিন্ন ক্যাটারগিতে শ্রেষ্ঠদের পৃথক সম্মাননা ও প্রশংসা পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মেডিকেল অফিসার অনন্যা জাহান মুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ও উমরপুর-গোয়ারাবাজার ইউনিয়নের প্রশাসক রাজিব চক্রবর্তী। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাগ্নুণী ভট্টাচার্য্য। এর আগে ন্যায ‘সম্ভবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রদিপাদে বিশ্ব জনসখ্যা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।