মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

সিলেট জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শের মাহবুব মুরাদ। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, জনসচেতনতা বৃদ্ধিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

সভায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত থেকে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি নাগরিক নিরাপত্তা, রাজনৈতিক ব্যাপারে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা, এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

সভা শেষে জেলা প্রশাসন সকল অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো