মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে রুমন খুনের ঘটনায় আব্বাস জেলহাজতে

সিলেটে চা দিতে দেরী হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুনের ঘটনায় প্রধান আসামী আব্বাসকে গ্রেফতারের পর আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। এই ঘটনায় জড়িত অন্য আসামীারা এখন পর্যন্ত পলাতক রয়েছেন। 

সোমবার (১৪ জুলাই) দুপুরে সিলেট মহানগর দায়রা জজের বিচারক রোকনুজ্জামারেনর আদালতে তোলা হলে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

পুলিশ জানায়, এই ঘটনায় সিলেট কোতোয়ালী মডেল থানায় পাঁচজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হলেন, আব্বাস মিয়া, মোহন, খোকন, রুকন এবং রোহান। রবিবার (১৩ জুলাই) প্রধান আসামী আব্বাসকে গ্রেফতার করে এবং সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেন সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এর আগে, সোমবার দুপুরে হত্যা মামলার প্রধান আসামী আব্বাস মিয়াকে আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য, সিলেটে হোটেলে চা দেওয়াতে দেরি হওয়াকে কেন্দ্র করে হোটেল কর্মচারী রুমন খুন হন। এই ঘটনায় রবিবার বিকেলে নগরীর কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে আব্বাস মিয়াকে গ্রেফতার করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাপুলিশ। এই ঘটনায় সিলেট কোতোয়ালী মডেল থানায় পাঁচজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হলেন, আব্বাস মিয়া, মোহন, খোকন, রুকন এবং রোহান।

এই সম্পর্কিত আরো