রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দিরাইয়ে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার জনতার দাবিতে উন্নয়নের অঙ্গীকার মোহাম্মদ আব্দুল মালিকের জৈন্তাপুরে অ্যাডভোকেট জামান - বিএনপিকে ক্ষমতায় না আনলে ভারতীয় আধিপত্যবাদ মাথাচাড়া দিয়ে উঠবে পর্ষদে সালমান এফ রহমান, নবায়ন হলো না বেক্সিমকো সিকিউরিটিজের সনদ তিন স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন গ্রহণযোগ্যতা বাড়াতে জাপাকে নির্বাচনের বাইরে রাখা ঠিক হবে না: জি এম কাদের কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলে ২ ব্যক্তিকে ৫ লক্ষ জরিমানা আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না : গোলাম পরওয়ার ‘গণভোটের চার প্রশ্নে একটির সঙ্গে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়?’ পুলিশের গায়ে নতুন পোশাক
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু !

নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার আলামিন হাশিমিয়া আবাসিক মাদরাসায় গোলাম রাব্বি (১৩) নামের এক ছাত্র গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু বরন করেছে। তার মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজাল বিরাজ করছে আসলেই আত্বহত্যা না হত্যা ! নিহত রাব্বি বাহুবল উপজেলার মিরপুর এলাকার কাউসার মিয়ার ছেলে। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার সকালে ওই মাদরাসায়। 

সুত্রে জানাযায়, বাহুবল উপজেলার মিরপুর এলাকার কাউসার মিয়ার ছেলে গোলাম রাব্বি (১৩) নবীগঞ্জের গোপলারবাজার আলামিন হাশিমিয়া হাফিজিয়া ও আলীয়া মাদরাসায় অবস্থান করে লেখাপড়া করে আসছে। সে হিফয বিভাগের ছাত্র। পাশাপাশি আলীয়ার ৬ ষ্ঠ শ্রেণিতে পড়তো। ১৬ পারা কোরআন মুখস্ত শেষ করে ১৭ পারায় শুরু করে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে অন্যান্য ছাত্ররা ঘুমিয়ে পড়লে রাব্বি মাদরাসার সংলগ্ন মসজিদে মাথার পাগড়ী দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শিক্ষকরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদরাসা ছাত্রের এই মৃত্যুকে রহস্যজনক দাবী করেছেন স্থানীয়রা। 

মাদ্রাসা ছাত্রের বাবা কাউসার মিয়া বলেন, আমার ছেলে কিভাবে মারা গেছে মারা গেছে এখনও বলতে পারবো না। আমরা লাশ নিয়ে এখন হবিগঞ্জ মর্গে আছি। সুরতহাল রিপোর্ট দেখার পরে বলতে পারবো কি হয়েছে। গতকালও তার সাথে কথা হয়েছে সে সে বলেছে সুস্থ্য আছে। হঠাৎ আজকে সকালে মাদ্রার পরিচালক আশিক সাব ফোন করেন আমার ছেলে অসুস্থ্য তাই দ্রুত এসে দেখি সে আর নেই।


মাদ্রাসার পরিচালক ডাঃ আশিকুর রহমান, সকালে ছেলেটা একা তার রুমে দরজা দিয়ে পড়ছিল, তখন সে তার অন্যান্য সহপাটিদের বলে কেউ যেন তার রুমে না আসে। আমাদের এটা আবাসিক মাদ্রাসা, সকালের পড়া শেষ করে যখন ছাত্ররা নিজেদের রুমে যান তখন দেখতে পান তারঝুলন্ত লাশ তাৎক্ষনিকভাবে ছাত্র চিৎকার করলে মাদ্রাসার বার্বুচি ( রান্না কারক) ছুটে এসে লাশ নীচে নামান পড়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি শেখ মোঃ কামরুজ্জামান তিনি বলেন লাশ সুরতহাল করে হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

দিরাইয়ে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

জনতার দাবিতে উন্নয়নের অঙ্গীকার মোহাম্মদ আব্দুল মালিকের

জৈন্তাপুরে অ্যাডভোকেট জামান বিএনপিকে ক্ষমতায় না আনলে ভারতীয় আধিপত্যবাদ মাথাচাড়া দিয়ে উঠবে

পর্ষদে সালমান এফ রহমান, নবায়ন হলো না বেক্সিমকো সিকিউরিটিজের সনদ

তিন স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

গ্রহণযোগ্যতা বাড়াতে জাপাকে নির্বাচনের বাইরে রাখা ঠিক হবে না: জি এম কাদের

কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলে ২ ব্যক্তিকে ৫ লক্ষ জরিমানা

আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না : গোলাম পরওয়ার

‘গণভোটের চার প্রশ্নে একটির সঙ্গে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়?’

পুলিশের গায়ে নতুন পোশাক