বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

পুলিশের দাওয়ায় চা বাগানে চিনি ভর্তি ট্রাক!

সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার ১২৫ কেজি অবৈধ ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। রবিবার সকালে মালনীছড়া চা বাগানের ভিতর থেকে এসব চিনি জব্দ করে এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় চোরাচালানের কাজে ব্যবহার করা একটি ট্রাক ও জব্দ করা হয়।


 
পুলিশ জানায়, রবিবার সকালে এয়ারপোর্ট থানাধীন বড়শালা বাইপাসের সামনে একটি চিনি ভর্তি ট্রাককে তল্লাশির জন্য সিগন্যাল দেওয়া হয়। পুলিশের সিগন্যাল অমান্য করে ট্রাকটি দ্রুতগতিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেট দিয়ে মালনীছড়া চা বাগানের ভিতরে প্রবেশ করে। পুলিশ ট্রাকটিকে ধাওয়া করলে, চালকসহ ২ থেকে ৩ জন ট্রাকটি এয়ারপোর্ট থানাধীন নতুনপাড়া কাঁচা রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশী করা হয় এসব চিনি জব্দ করা হয়।

জব্দ করা চিনির বাজারমূল্য ৭ লক্ষ ৩৫ হাজার টাকা বলে জানায় পুলিশ।

সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক ট্রাক চালকসহ অজ্ঞাত ২ থেকে ৩ জন আসামির বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা প্র‌ক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো