বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে পুলিশের জালে ১৩ ছিনতাইকারী

সিলেটে ১ মার্চ থেকে ১৬ মার্চ নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

সোমবার (১৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।


গ্রেফতার ১৩ ছিনতাইকারী হলেন আব্দুল করিম হীরা (৪৬), মো. রুবেল মিয়া (২৫), মো. সাহেদ হোসেন (২০), বাবলু আহমদ (২৫), মো. জাকির হোসেন (৩৩), রিপন মিয়া (৩১), শরিফ আহমদ (৩২), ইমরান আহমদ দুলাল (৩০), হাবিল আহমদ (২৮), রফিকুল ইসলাম (১৯), মো. ফারুক মিয়া (৩৫), মো. শুয়েব আহমদ (২৯) ও রুবেল আহমদ (২৭)।

এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আমাদের পুলিশ কমিশনারের নির্দেশে চুরি, ছিনতাই, ডাকাতি এসব বিষয়ে আমাদের থানা পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা ১৩ ছিনতাইকারী আটক করেছি।  তাদের কাছ থেকে ছিনতাইয়ের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছি। আমাদের অভিযান অব্যাহত অব্যাহত থাকবে।  

 
সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ইতোমধ্যে উল্লেখিত গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এসব অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো