বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শ্রীলঙ্কাকে সমর্থন করা নিয়ে লিটন বললেন, দেখা যাক রোগী মৃত্যুকে কেন্দ্র করে ইবনে সিনা হাসপাতালে ভাঙচুর-সংঘর্ষ বিএনপি সবসময় নারী জাগরণ ও অগ্রযাত্রায় অঙ্গীকারবদ্ধ -ইলিয়াসপত্নী লুনা কোম্পানীগঞ্জে সরকারি বালু লুটপাটের অভিযোগে ইউপি সদস্য সাময়িক বহিষ্কার পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক নির্বাচনি সীমানা পুনর্নির্ধারণ: ফরিদপুর-৪ আসন ফিরিয়ে দিতে হাইকোর্টের রুল বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পোশাকের নিচের তিলের খবরও জানে এআই! উচ্চ বা নিম্ন কোনো কক্ষেই পিআর পদ্ধতি চায় না বিএনপি
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতা আল আমিনকে শোকজ

নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুন্ম আহবায়ক আল আমিন তালুকদারকে আওয়ামী দোসর, দলীয় শৃংখলা ভঙ্গ ও চাদাবাজির অভিযোগের ভিত্তিতে তাকে জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশনা মোতাবেক হবিগঞ্জ জেলা আহবায়ক ও সদস্য সচিব কেন তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না সেই মর্মে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর জন্য শোকজ করা হয়েছে । অন্যতায় তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে।

নোটিশে নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুন্ম আহবায়ক আল আমিন তালুকদারকে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নবীগঞ্জ উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল পদে  আসীন থেকে,বিতর্কিত কর্মকাণ্ড দ্বারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, হবিগঞ্জ জেলার আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

উল্লেখ্য যে গত বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুন্ম আহবায়ক আল আমিন তালুকদারকে  বহিস্কারের দাবি জানিয়ে জাতীয়তাবাদীদল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কাছে আবেদন করেছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান।

গতকাল লন্ডনে জাতীয়তাবাদীদল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কাছে সরাসরি ইমেল করেন। এছাড়া তিনি উক্ত অভিযোগের কপি অবগতির জন্য দলের কেন্দ্রীয় কার্য্যালয়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ , ও জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং  হবিগঞ্জ জেলা আহবায়ক ও সদস্য সচিবকে কপি করেন গতকাল বিভিন্ন পত্রিকায়  সংবাদ প্রকাশ হয়। এর প্রেক্ষিতে গতকাল সোমবার রাতে তাকে লিখিত ভাবে শোকজ নোটিশ পাঠানো হয়।

অভিযোগে বলেন, একজন নির্যাতিত কর্মী হিসাবে একটি বিষয় অবগতি করার জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি। আমাদের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সেচ্ছাসেবক দলের যুন্ম আহবায়ক আল আমিন তালুকদার, তার সহযোগিরা ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তন পর থেকে নবীগঞ্জের বিভিন্ন অফিস আদালত, বালু মহালে ও মিথ্যা মামলা সাজিয়ে চাঁদাবাজি ও মামলা বানিজ্য করে যাচ্ছে।

উপজেলা সেচ্ছাসেবক দলের যুন্ম আহবায়ক আল আমিন তালুকদার আগের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ছিলো। বর্তমানে সে উপজেলা সেচ্ছাসেবক দলের যুন্ম আহবায়ক পরিচয়ে চাঁদাবাজি করছে।

সে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় লীলা ফুলা সামান্য আহত হয়। উক্ত ঘটনার ভিডিও পুলিশের হাতে রয়েছে এবং আমার কাছে সংরক্ষিত আছে। মোটর সাইকেল একসিডেন্ট (দুর্ঘটনার) সংবাদ পরদিন বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ হয় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছেও সেই রিপোট রয়েছে। ঘটনার তিনদিন পর আল আমিন তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসী হামলার মামলা করেন।

উক্ত মামলায় নবীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি, সাবেক সভাপতি, ইউপি চেয়ারম্যানসহ অনেক সচেতন মহলের লোকজনকে আসামী করা হয়। উক্ত ঘটনায় নবীগঞ্জ এর সুশীল সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মিথ্যা সাজানো মামলা হওয়ার কারনে পুলিশ মামলাটি নথিভুক্ত করেননি।

এঘটনার মুল কারন হলো তার মামলা বানিজ্য করা। এনিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া বিরাজ করছে। সুশীল সমাজ ও জনতার মধ্যে এই মামলার ঘটনা নিয়ে নানা আলোচনা সমালোচনা বিরাজ করছে। ইতিমধ্যে উপজেলা সেচ্ছাসেবকদলের যুন্ম আহবায়ক আল আমিন তালুকদারে ছবি আওয়ামীলীগ নেতাদের সাথে ফেসবুকে ভাইরাল হয়েছে।

এই বিষয়টি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়া সংবাদ প্রকাশ হয়েছে। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সেচ্ছাসেবক দলের যুন্ম আহবায়ক আল আমিন তালুকদার, তার সহযোগিদের এর কথা মতো মিথ্যা মামলা না নেয়ার কারনে তাদের নেতৃত্বে ওসিসহ প্রশাসনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল নবীগঞ্জে হয়েছে এই বিষয়টি পত্র পত্রিকায় এসেছে।

এদের কারনে দলের চরম দুর্নাম হচ্ছে। দলের মান সম্মান ও ইমেজ রক্ষার স্বার্থে এদেরকে তদন্তমুলক ভাবে দল থেকে বহিস্কার করার জন্য দাবি জানাচ্ছি। এভাবে চলতে থাকলে এদের কারনে দলের চরম ক্ষতির সম্ভাবনা রয়েছে। তিনি তার অভিযোগটি তার নিজস্ব ফেসবুক আইডিতে পোষ্ট করেন।

এই সম্পর্কিত আরো

শ্রীলঙ্কাকে সমর্থন করা নিয়ে লিটন বললেন, দেখা যাক

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ইবনে সিনা হাসপাতালে ভাঙচুর-সংঘর্ষ

বিএনপি সবসময় নারী জাগরণ ও অগ্রযাত্রায় অঙ্গীকারবদ্ধ -ইলিয়াসপত্নী লুনা

কোম্পানীগঞ্জে সরকারি বালু লুটপাটের অভিযোগে ইউপি সদস্য সাময়িক বহিষ্কার

পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক

নির্বাচনি সীমানা পুনর্নির্ধারণ: ফরিদপুর-৪ আসন ফিরিয়ে দিতে হাইকোর্টের রুল

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা

পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পোশাকের নিচের তিলের খবরও জানে এআই!

উচ্চ বা নিম্ন কোনো কক্ষেই পিআর পদ্ধতি চায় না বিএনপি