সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শাল্লায় নৌ-পুলিশের মাদক আটককান্ডে ১৫০ লিটার মদসহ তিন মোটরসাইকেল উদাও! আবেদন না করেই ও পরীক্ষা না দিয়েই সরকারি চাকরি সালমান শাহ হত্যা মামলায় সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা কুলাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনে অভিযান ৩ যাত্রীকে জরিমানা শেষ মুহূর্তে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ - দিরাই-শাল্লা আসনে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় নেতাকর্মীরা কুলাউড়ায় বিজিবি ক্যাম্পের পাশ থেকেই মূল্যবান সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ জাপানে এক লাখ দক্ষ কর্মী নিয়োগের অগ্রগতি জানা গেল ‘নির্বাচনকে উপলক্ষ্য করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে’ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ নেই: আমির খসরু
advertisement
সিলেট বিভাগ

‘বলাৎকারের স্বীকার হওয়ায়’ কানাইঘাটের আইসক্রিম বিক্রেতাকে হত্যা!


সিলেটের কানাইঘাটে আইসক্রিম বিক্রেতা আব্দুর রহমান লাল মিয়া হত্যাকান্ডের ঘাতক রুবেল আহমদকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) ভোর রাতে গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী হাদারকান্দি বেরিবিল এলাকার আত্মীয়ের বাড়ি থেকে একদল পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে রুবেল আহমদকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত রুবেল আহমদ কানাইঘাট পৌরসভার ধর্মপুর গ্রামের নজিমুল হকের পুত্র।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, আইসক্রিম বিক্রেতা আব্দুর রহমানকে (লাল মিয়া) রুবেল আহমদ নিজে হত্যা করেছে বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

জবানবন্দীতে রুবেল আহমদ জানান, আইসক্রিম বিক্রেতা লাল মিয়ার সাথে ২০১৮ সাল থেকে তার বন্ধুত্ব রয়েছে। সেই সুবাদে রুবেল আহমদের নিকট থেকে লাল মিয়া বেশ কিছু টাকা ধার নেন। ধার নেয়া টাকা লাল মিয়ার কাছে রুবেল ফেরত চাইলে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে লাল মিয়া রুবেল আহমদকে তার ভাড়াটিয়া দোকানে ডেকে নেয়। তখন লাল মিয়া টাকা ফেরত দিবে বলে তাকে বলাৎকার করে। বলাৎকারের পর রুবেলকে পরদিন টাকা দিবে বলে জানান। লাল মিয়ার কথামত পরদিন বুধবার রাত দেড়টার দিকে ভাড়াটিয়া দোকানে আসলে লাল মিয়া সাটার খুলে ভিতরে ঢুকে সাটারে তালা লাগিয়ে দিয়ে আবারো জোরপূর্বকভাবে রুবেলকে বলাৎকার করে।

রুবেল আহমদ তার স্বীকারোক্তি জবানবন্দীতে আরো জানান, তাকে বলাৎকার করার পর লাল মিয়া ক্লান্ত হয়ে খাটের উপরে বিছানায় শুয়ে পড়লে তখন সে ক্ষিপ্ত হয়ে দোকানের ভিতর থাকা লোহার পাইপ সদৃশ্য বস্তু দিয়ে মাথায় দু’টি ও অন্ডকোষে ১টি আঘাত করলে লাল মিয়া মারা যান। পরে রুবেল দোকানের সাটারে বাহির দিকে তালা দিয়ে চলে যান।

এদিকে, আইসক্রিম বিক্রেতা লাল মিয়ার লাশ গত শুক্রবার সকালে দোকানের ভিতর থেকে উদ্ধার করে থানা পুলিশ। হত্যাকান্ডের ঘটনায় লাল মিয়ার মামাতো ভাই উপজেলার বড়চতুল ইউনিয়নের লখাইরগ্রাম (বাগবাড়ি) গ্রামের আব্দুস সালামের পুত্র আহসান উল্লাহ বতাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে শুক্রবার কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

মরদেহ উদ্ধারের পর থেকে থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় লাল মিয়ার হত্যাকারীদের চিহ্নিত করে আটক করতে অভিযানে নামে। কললিস্ট তুলে সন্দেহভাজন হিসেবে রুবেল আহমদের ছোট ভাইসহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসার পর লাল মিয়ার খুনি হিসেবে রুবেল আহমদকে চিহ্নিত করে পুলিশ। পরে পালিয়ে থাকা অবস্থায় গোয়াইঘাট উপজেলার হাদারকান্দি বেরিবিল গ্রাম থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এই সম্পর্কিত আরো

শাল্লায় নৌ-পুলিশের মাদক আটককান্ডে ১৫০ লিটার মদসহ তিন মোটরসাইকেল উদাও!

আবেদন না করেই ও পরীক্ষা না দিয়েই সরকারি চাকরি

সালমান শাহ হত্যা মামলায় সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কুলাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনে অভিযান ৩ যাত্রীকে জরিমানা

শেষ মুহূর্তে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ দিরাই-শাল্লা আসনে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় নেতাকর্মীরা

কুলাউড়ায় বিজিবি ক্যাম্পের পাশ থেকেই মূল্যবান সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

জাপানে এক লাখ দক্ষ কর্মী নিয়োগের অগ্রগতি জানা গেল

‘নির্বাচনকে উপলক্ষ্য করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে’

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ নেই: আমির খসরু