মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

অপারেশন ডেভিল হান্ট

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা মামলায় মামুন চৌধুরী (৩০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান পরিচালানা করে তাকে বন্দরবাজার থেকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার মামুন চৌধুরী সিলেটের কানাইঘাট উপজেলার জিঙ্গাবাড়ি দলইমাটি গ্রামের মৃত ফরমুজ আলীর ছেলে। বর্তমানে তিনি শাহপরাণ থানাধীন নীপবন আবাসিক এলাকায় বসবাস করতেন। 

এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে যুবলীগ নেতা মামুন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার হামলার ঘটনায় একটি মামলা রয়েছে। তাছাড়া আমাদের থানায় মামুনের বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজী মামলা রয়েছে।

এই সম্পর্কিত আরো