মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের’ ২ সদস্য আটক

গোলাপগঞ্জ থানা পুলিশ আন্তজেলা ডাকাত দলের’ ২ সদস্যকে গ্রেপ্তার করেছে।  মঙ্গলবার  রাত ১টায়  সিলেট -জকিগঞ্জ সড়কের   ফুলবাড়ী ইউনিয়নের   রফিপুর পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন- জকিগঞ্জের আনন্দপুর এলাকার বাসিন্দা (বর্তমানে নগরের জালালাবাদ থানা এলাকায় বসবাসকারী) আব্দুল্লাহ আহমদ (২৬) এবং নেত্রকোনার কলমকান্দার বাসিন্দা (বর্তমানে নগরের আখালিয়া এলাকায় বসবাসরত) মো: ফয়সাল হাসান (২০)।
জানা যায়, মঙ্গলবার রাতে গোলাপগঞ্জ উপজেলা জুড়ে ডাকাত প্রবেশ করেছে বলে বিভিন্ন স্থানে মাইকিং করা হলে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তাদের টহল জোরদার সহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসায়। রাত ১টার দিকে৷ সিলেট জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর রফিপুর চেকপয়েন্টে এই দুই ডাকাতকে দা চাপাতি সহ গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ১টি ডাকাতি, ১টি চুরি ও ১টি দস্যুতার মামলা রয়েছে। এছাড়া মো: ফয়সাল হাসানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কতোয়ালি মডেল থানায় আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এ ১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।


এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরো