সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শাবিতে ইনকিলাব ফোরামের ক্বেরাত সম্মেলন চলছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইনকিলাব ফোরামের আয়োজনে চলছে ক্বেরাত কনফারেন্স।
 
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইনকিলাব ফোরামের সভাপতি মোজাম্মেল ইসলাম এবং সঞ্চালনা করছেন রিসালাহ এর সহ-প্রধান ফরহাদ আহমদ ও ইনকিলাব ফোরামের সহ-সভাপতি হাবিবুর রহমান মাসরুর। অনুষ্ঠানে ইতোমধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে ক্বেরাত পাঠ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্বেরাত প্রশিক্ষক হাফিজ ক্বারী শফিকুর রহমান, ক্বিরাআতুল কুরআন পরিষদ  সিলেটের সভাপতি ক্বারী সৈয়দ মওদুদ আহমদ ও সবুজকুঁরির পরিচালক ক্বারী সাইফুল ইসলাম।

এছাড়া রাত সাড়ে ৯টায় তেলাওয়াত করবেন বিশ্ববিখ্যাত ক্বারী আন্তর্জাতিক ক্বেরাত ও হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক এবং আন্তর্জাতিক কেরাত সংস্থা 'ইকরা' এর সভাপতি আহমাদ বিন ইউসুফ আল আযহারি, 

অনুষ্ঠানে নাশিদ পরিবেশনা করছেন কলরবের আহমদ আব্দুল্লাহ ও শাবিপ্রবির অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ।

এই সম্পর্কিত আরো