সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিসিকনামা পর্ব-১ - পিয়ন থেকে কোটিপতি সোহাগের উত্থান রহস্য শ্রদ্ধা-ভালোবাসায় ফরিদা পারভীনকে শেষ বিদায় আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে: জামায়াত ভারত-পাকিস্তান ম্যাচে গালিগালাজ করলে হতে পারে ৩ মাসের জেল ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে: সালাহউদ্দিন মার্কিন পেটেন্ট পেল বাংলাদেশি করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’ উপদেষ্টার সভায় শেখ মুজিব-হাসিনার ছবি! জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার যুদ্ধড্রোন, উত্তেজনা বিনয় ও সৌজন্যবোধ ছিল মুফতি আহমদুল্লাহর স্বভাবজাত : তারেক রহমান
advertisement
সিলেট বিভাগ

আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ : জিলানী

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সাম্য ও মানবিক সমাজ বির্ণিমানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী কাজ করে যাচ্ছে।


বিগত সরকারের শাসন আমলের কথা উল্লেখ করে এস এম জিলানী বলেন, গত ১৭ বছর বাংলাদেশের মানুষ তাদের পছন্দমত ব্যক্তিকে ভোট দিতে পারেনি। দেশের মানুষ মন খুলে কথা বলতে পারেনি। তাদের বাকস্বাধীনতাকে হরণ করা হয়েছিল। মানুষ তাদের মনের ভাব প্রকাশ করতে পারতো না। আমরা এই দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে মানুষের ভোট ও কথা বলার অধিকার ফিরিয়ে এনেছি।


শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর স্বেচ্ছাসেবদ দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


প্রধান বক্তার বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, গত ১৭ বছর গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির বহু নেতাকর্মী খুন-গুম হয়েছে। সেই আন্দোলনের ফসল হিসেবে বর্তমান সরকারের আবির্ভাব। বর্তমান সরকারের উচিত দ্রুত নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া। এদেশে বিএনপির কোনো বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনারা ঐক্যবদ্ধ হয়ে রাজপথের সব গণআন্দোলনে দায়িত্ব পালন করবেন। দ্রুত সুষ্ঠু নির্বাচন না দিলে বর্তমান সরকার জনগণের আস্থার জায়গায় কুঠারাঘাত করবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে জনসাধারণের ভালোবাসা অর্জনে নেতাকর্মীদের কাজ করতে হবে। দেশের স্বার্থে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিলেও দলের নেতাকর্মীরা তা বাস্তবায়নে কার্পণ্য করবে না। আমরা সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক কাজ করে যাচ্ছি। আগামীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা সব সময় ভূমিকা রাখতে হবে।


সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুবের সভাপতিত্বে ও সদস্য সচিব আফসর খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেলের যৌথ পরিচালনায়  আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, সালমা সুলতানা সোমা, যুগ্ম সম্পাদক নিয়াজ মাকসুম বিল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল আহমমেদ জুয়েল, শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব, সমাজ সেবা সম্পাদক মামুন হাসেমী দিপু, সহ-অর্থ সম্পাদক ওয়ালিউর রহমান রিয়াজ, সদস্য আমান উল্লাহ আমান, ফৌজিয়া সাফদার সোহেলী প্রমুখ।

এই সম্পর্কিত আরো

সিসিকনামা পর্ব-১ পিয়ন থেকে কোটিপতি সোহাগের উত্থান রহস্য

শ্রদ্ধা-ভালোবাসায় ফরিদা পারভীনকে শেষ বিদায়

আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে: জামায়াত

ভারত-পাকিস্তান ম্যাচে গালিগালাজ করলে হতে পারে ৩ মাসের জেল

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে: সালাহউদ্দিন

মার্কিন পেটেন্ট পেল বাংলাদেশি করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’

উপদেষ্টার সভায় শেখ মুজিব-হাসিনার ছবি!

জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা

রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার যুদ্ধড্রোন, উত্তেজনা

বিনয় ও সৌজন্যবোধ ছিল মুফতি আহমদুল্লাহর স্বভাবজাত : তারেক রহমান