সিলেট-৫ আসনে খেজুরগাছ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। সেজন্য সকল ভেদাভেদ ভুলে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করতে হবে। কারন সিলেটের ৬টি আসনের মধ্যে ৫টিতে ধানেরশীষ, কেবল সিলেট-৫ আসনে বিএনপি সমমনা জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের খেজুরগাছ। তাই ধানেরশীষ মনে করে এখানকার বিএনপির নেতাকর্মীরা খেজুরগাছ প্রতীকের পক্ষে বিজয় নিশ্চিত করা ছাড়া কোন উপায় নেই। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী সদ্য বহিষ্কৃত মামুনুর রশিদ মামুনের সাথে কাজ করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় কানাইঘাট পৌর শহরের ইউনিক কমিউনিটি সেন্টারে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সমর্থনে ও উপজেলা নির্বাচন কমিটির আয়োজনে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মামুন রশিদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের যৌথ পরিচালনায়, বিএনপি সমমনা জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক উপস্থিত ছিলেন।
তবে কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, সাংগঠনিক সম্পাদক মস্তাক আহমদ জাকির, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি), কেন্দ্রীয় জমিয়তের সহকারী সেক্রেটারী মাওলানা জয়নুল আবেদীন, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সাবেক জিএস বিএনপি নেতা অধ্যাপক নুরুজ্জামান, জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আহমদ সুলেমান, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল সহ উপজেলা, পৌর, ইউপি বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মী সভা শেষে সন্ধ্যায় কানাইঘাট বাজারে খাজুরগাছ মার্কার সমর্থনে মিছিল করেন বিএনপি ও জমিয়তের নেতাকর্মীরা।