সিলেটের হযরতশ শাহজালালের (র.) মাজারের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি আনুমানিক ৭০ বছর বয়সী একজন পুরুষের।
কোতোয়ালী থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
লাশটি বর্তমানে মর্গে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালী মডেল থানাপুলিশ।