সিলেট নগরীর তারাপুর চা বাগান থেকে দুই রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক এক অভিযানে দেশীয় তৈরি একটি বাটযুক্ত পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, রোববার (২৫ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের (ডিসি) মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ডিবি টিম-০১ (উত্তর) গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়া আবাসিক এলাকার পেছনে অবস্থিত তারাপুর চা-বাগান সংলগ্ন একটি শতবর্ষী বটগাছের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি বাটযুক্ত পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।