সুনামগঞ্জে আলু ক্ষেত নষ্ট করার অপরাধে একটি ঘোড়াকে রশি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যার পর গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন জয়দর (৬০) নামে এক বৃদ্ধ কৃষককে আটক করেছে পুলিশ। নিরীহ প্রাণী পশুর সঙ্গে এমন নিষ্ঠুরতায় হতবাক ঘোড়ার মালিকসহ এলাকাবাসী। সোমবার সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ রতন শেখ জানান, লালপুর গ্রামের জয়দর নামের এক কৃষকের আলুর ক্ষেতের পাশ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় একই এলাকার কৃষক আয়ূব আলীর একটি ঘোড়ার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘোড়ার মালিকের অভিযোগ আলু ক্ষেত নষ্ট করার জন্য ঘটনার আগের দিন ঘোড়াকে মেরে ফেলার হুমকি দেন ক্ষেতের মালিক জয়দর। সোমবার সকালে জয়দরের জমির পাশে ঘোড়াকে ঘাস খাওয়ানোর জন্যে বেঁধে রেখে আসলে দুপুরে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত জয়দরকে আটক করে পুলিশ।
ঘোড়ার মালিক আয়ূব আলী বলেন, আলু ক্ষেতের কাছে ঘোড়া বেঁধে রাখার কারণে গতকাল আমার ছেলের সামনে ঘোড়াকে মেরে ফেলার হুমকি দিয়েছিলো জয়দর। আজ তাঁর ক্ষেতের কাছে ঘোড়া ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। আমার সন্দেহ ঘোড়া জয়দর হত্যা করেছে। আমি এর বিচার চাই।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।