বানিয়াচংয়ে একটি দুই নলা বন্দুক,৩টি এয়ারগান,২৪ রাউন্ড কার্তুজ,দেশীয় অস্ত্র ও গোলা বারুদ সহ তিন জনকে আটক করেছে সেনাবাহিনী।২৫ জানুয়ারী রবিবার দিবাগত রাতে বাংলাদেশ সেনাবাহিনীর বানিয়াচং সেনা ক্যাম্প থেকে একটি টিম রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত তিনজন হলেন সদরের মিয়াখানী গ্রামের রেসালত আলী খাঁন,৪ নং দক্ষিন পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ গ্রামের আব্দুল হামিদ মিয়ার পুত্র রাজু মিয়া ও বড় বাজার এলাকার আঙ্গুর মিয়ার পুত্র রকি মিয়া।
সেনা ক্যাম্প সূত্রে জানা যায়,শনিবার দিবাগত রাত সাড়ে দশ টা থেকে তিন টা পর্যন্ত সদরের একাধিক ইউনিয়নে রাজিব হোসেন,রকি মিয়া ও রেসালত আলী খানের বাড়ীতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল।আটককৃতদের বাড়ী থেকে ১টি দুনলা বন্দুক,৩টি এয়ারগান,কার্তুজ ও বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী।ভোরে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ সহ বানিয়াচং থানার ডিউটি অফিসারের নিকট তাদেরকে হস্তান্তর করে সেনাবাহিনী।
বানিয়াচং থানার এস আই সোহেল রানা জানান,রবিবার দিবাগত রাতে সেনাবাহিনীর বানিয়াচং ক্যাম্পের একটি দল সদরের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ১টি দুনলা বন্দুক,৩টি এয়ারগান ও কার্তুজসহ তিনজনকে আটক করে।
সোমবার ভোরে সেনা ক্যাম্প থেকে জব্দকৃত অস্ত্র সহ আটককৃত তিনজনকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়।আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে ও জানান তিনি।