সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চোরাই মটরসহ দুইজনকে আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
জামালগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শরিফপুর গ্রাম থেকে পানির পাম্পের মটরসহ হাতেনাতে ধরা হয় তাদেরকে।
আটক হওয়া ব্যাক্তিরা হলেন, মৃত তোতা মিয়ার ছেলে আক্কল আলী (৩৩) ও মো. আম্বর আলীর ছেলে জিয়াউর রহমান (৩৫)। তারা উভয়ই শরীফপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ১২/২০২৬- ৪৪৭/৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বন্দে আলী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।