বালাগঞ্জে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে শহীদ মেমোরিয়াল ট্রাস্ট হাজীপুর, গহরপুর বালাগঞ্জ সিলেট।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে গহরপুরের হাজীপুর গ্রামস্থ শেখ চাঁন ভিলা প্রাঙ্গণে শহীদ মেমোরিয়াল ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান শহীদ আবুল আলা শিমুর সৌজন্যে ট্রাস্টের পক্ষ থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
দরিদ্রদের হাতে নগদ অর্থ তুলে দেন ট্রাস্টের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী শহীদ আবুল কালাম সেতু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, বর্তমান সহসভাপতি শাহ মো. হেলাল, সমাজকর্মী গোলাম সরয়ার চৌধুরী খছরু, মো. লিজন মিয়া, শামীম আহমদ, বদরুল ইসলাম জাকির, নিসানুল করিম আকাশসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০০৯ সালে যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ কমিউনিটি নেতা ও সমাজসেবী প্রয়াত এম.এ. শহীদ মিয়ার স্মরণে এই পারিবারিক ট্রাস্ট গঠন করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই শহীদ মেমোরিয়াল ট্রাস্ট সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা, খাদ্যসামগ্রী বিতরণসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।