সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীর বালু ও পাথর রক্ষায় অবৈধ উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৫ জানুয়ারি) ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার, ধলাই সেতু ও দয়ারবাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা পলাশ তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে ব্যবহৃত ১১০টি বারকি নৌকা ধ্বংস এবং ১২টি নৌকা জব্দ করা হয়। ধলাই সেতু সংলগ্ন এলাকায় লিস্টার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের ফলে সেতুর ক্ষতি হওয়ার আশঙ্কায় ৪টি লিস্টার মেশিন ও ২টি বাল্কহেড ধ্বংস করা হয়। এছাড়াও বালু লুটপাটে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এসময় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর ৪/১৫ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জ রোপওয়ে, ধলাই সেতু, কালাইরাগসহ বিস্তীর্ণ এলাকায় বালু ও পাথর লুটপাট আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এরই মধ্যে ভোলাগঞ্জ রোপওয়ে এলাকায় দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসনের এক খণ্ডকালীন ফটোগ্রাফার হামলার শিকার হয়ে আহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে বালু-পাথর লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বলে স্থানীয়রা জানান।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা ভূমি কর্মকর্তা পলাশ তালুকদার বলেন, ধলাই নদীর পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।