রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে বিশ্ব কুষ্ঠ দিবস পালন

“কুষ্ঠ রোগ নিরাময় যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সিলেট সিভিল সার্জন কার্যালয়ে নানান আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে।

হীড বাংলাদেশ এর সহায়তায় এ কর্মসূচীতে দিনের শুরুতে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং র‌্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে এবং সিভিল সার্জন কার্যালয় সিলেটের মেডিকেল অফিসার ডা. আবু সালমান মো. সাইফুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, সিলেট কুষ্ঠ হাসপাতালের কনসালটেন্ট ডা. নাহিদ রহমান পিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ।

এছাড়া অংশগ্রহণকারী হিসেবে সিভিল সার্জন অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী, উপজেলা পর্যায়ে মেডিকেল অফিসার ও স্বাস্থ্য পরিদর্শক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও হীড বাংলাদেশ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জেলার কুষ্ঠ রোগীদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি কুষ্ঠ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং সবাইকে সম্মিলিত ভাবে কুষ্ঠ নির্মূলে কাজ করার উদাত্ত আহবান জানান।

এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত- জেলায় গতবছর  ১শ ১১ জন কুষ্ঠ রোগী শনাক্ত হয় উল্লেখ করে সিলেট জেলার সকল উপজেলায় বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকায় কন্টাক্ট ট্রেসিং, একটিভ কেস ফাইন্ডিং কার্যক্রম আরো বিস্তৃত এবং কার্যকর ভাবে পরিচালনার মাধ্যমে কুষ্ঠ রোগ দ্রুত সনাক্ত ও চিকিৎসার আওতায় আনার আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতে কুষ্ঠ হাসপাতালের কনসালটেন্ট ডা. নাহিদ রহমান পিয়া বলেন, “কুষ্ঠ রোগের জন্য দায়ী জীবাণুটি মাইকোব্যাকটেরিয়াম লেপরি। এর সংক্রামক কাল দীর্ঘদিন এমন কি ৩ থেকে ৫ বছর। তাই ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। সময়মত রোগ সনাক্তকরণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

এই সম্পর্কিত আরো