সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ধলাই নদী রক্ষায় কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযান: শতাধিক নৌকা ও লিস্টার মেশিন ধ্বংস গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম - ভোলাগঞ্জ রোপওয়েতে ফটোগ্রাফারের ওপর হামলার প্রতিবাদে সভা সরকারের বিজ্ঞপ্তি - নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতায় আ.লীগকে দায়ী করা হবে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি চূড়ান্ত তারেক রহমান - একটি দল নানাভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে মোদি পরিবারের বধূ হচ্ছেন শ্রদ্ধা কাপুর ভোট ইঞ্জিনিয়ারিং করতে এলে আগুন জ্বলবে : জামায়াত আমির দুদকের মামলায় ৮ জন আটক, জামিন বাতিল: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ কেলেঙ্কারি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ সাবেকরা তারেক রহমান - বিএনপি নির্বাচিত হলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে, এটিই কমিটমেন্ট
advertisement
সিলেট বিভাগ

কর্মজীবী নারীদের মুখোমুখি খন্দকার মুক্তাদির, কর্মসংস্থান ও জলাবদ্ধতা সমাধানের প্রতিশ্রুতি

এদিকে রবিবার বিকেলে কর্মজীবী নারীদের সাথে এক মতবিনিময় সভায় সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নগরীর কিছু এলাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। সিলেটের অনেক খাল বন্ধ হয়ে গেছে, নদী ভরাট হয়েছে। এখনই নদী খনন ও খাল উদ্ধার না করা হলে কয়েক বছরের মধ্যে জলাবদ্ধতা দীর্ঘমেয়াদি রূপ নেবে। সুযোগ পেলে এ সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

রবিবার বিকেলে নগরীর কুমারপাড়ার একটি হলরুমে কর্মজীবী নারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উইমেন ফর উইমেন রাইটস এর সভাপতি সামিয়া বেগম চৌধুরীর পরিচালনায় সভায় বিভিন্ন পেশার শতাধিক নারী এতে অংশ নেন। তারা সরাসরি বিভিন্ন প্রশ্ন ও সমস্যার কথা তুলে ধরলে খন্দকার মুক্তাদির এর উত্তর দেন।

খন্দকার মুক্তাদির বলেন, ফ্রিল্যান্সারদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা গেলে তরুণদের জন্য সিলেটে বসেই কাজের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি নারীদের জন্য ব্যবসার ক্ষেত্র সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পাড়া-মহল্লায়  ক্লাবগুলো সক্রিয় করা গেলে এ সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

চা শিল্প নিয়েও পরিকল্পনার কথা তুলে ধরে মুক্তাদির বলেন, চা বাগানের আয়ের উৎস বাড়াতে হবে। সেখানে সোলার প্যানেল স্থাপনের সম্ভাবনা রয়েছে। বাগানের আয় বাড়লে শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা সম্ভব হবে। পাশাপাশি শ্রমিকদের সন্তানদের শিক্ষার সুযোগ বাড়াতে হবে, যাতে তারা মূলধারার সমাজে প্রতিযোগিতা করতে পারে।

তিনি আরও বলেন, কর্মসংস্থানের অভাবে সিলেটের অনেক তরুণ দেশ ছাড়ছে। দেশে কাজের সুযোগ তৈরি করা গেলে তারা এখানেই ভালো কিছু করতে পারবে।

সভায় এক নারী ফ্যামিলি কার্ড কর্মসূচির অর্থায়ন নিয়ে প্রশ্ন তুললে খন্দকার মুক্তাদির বলেন, ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দিতে প্রায় ১৫ হাজার কোটি টাকা প্রয়োজন। দেশের সামাজিক সুরক্ষা খাতে বিদ্যমান বরাদ্দ থেকে অপচয় বন্ধ করা গেলে সেখান থেকেই অর্থের যোগান সম্ভব। তিনি দাবি করেন, দেশের সামগ্রিক বাজেট ও অর্থনীতির তুলনায় এ অর্থের পরিমাণ খুব বড় নয়।

বক্তব্যের এক পর্যায়ে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকের পক্ষে নারীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

ধলাই নদী রক্ষায় কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযান: শতাধিক নৌকা ও লিস্টার মেশিন ধ্বংস

গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোলাগঞ্জ রোপওয়েতে ফটোগ্রাফারের ওপর হামলার প্রতিবাদে সভা

সরকারের বিজ্ঞপ্তি নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতায় আ.লীগকে দায়ী করা হবে

ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি চূড়ান্ত

তারেক রহমান একটি দল নানাভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে

মোদি পরিবারের বধূ হচ্ছেন শ্রদ্ধা কাপুর

ভোট ইঞ্জিনিয়ারিং করতে এলে আগুন জ্বলবে : জামায়াত আমির

দুদকের মামলায় ৮ জন আটক, জামিন বাতিল: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ কেলেঙ্কারি

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ সাবেকরা

তারেক রহমান বিএনপি নির্বাচিত হলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে, এটিই কমিটমেন্ট