কানাইঘাট উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় হাফিজুর রহমান (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৬নং সদর ইউনিয়নের বীরদল হাওড় সানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান একই ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের কুয়েত প্রবাসী আবুল কাশেমের একমাত্র পুত্র এবং নিজ চাউরা কিল্ডারগার্ডেন হাইস্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, হাফিজুর রহমান তার মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার সময় সে বাড়ির পাশের রাস্তায় বের হলে পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাটিবাহী ট্রাক্টর (কুত্তাগাড়ি) তাকে ধাক্কা দিয়ে চাকায় পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।
পরে স্বজনেরা তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে গেলেও স্থানীয় বিক্ষুব্ধ জনতা ওই গাড়ির সঙ্গে থাকা আরও দুটি ট্রাক্টরের চালককে আটক করে বীরদল লক্ষীপুর গ্রামের একটি বাড়িতে রাখেন বলে জানা গেছে।
খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ হাসপাতালে পৌঁছে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।