শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দক্ষ জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই : কাইয়ুম চৌধুরী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি। একটি আধুনিক, মানবিক ও দক্ষ জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই।
 
শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি সময়োপযোগী ও সংস্কারমুখী শিক্ষাদর্শ গ্রহণ করেছে। বিএনপি মনে করে, শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত, বিজ্ঞানমনস্ক ও মানবিক করে গড়ে তুলতে হবে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মানোন্নয়ন, কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা নিশ্চিত করার ওপর দলটি বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় দক্ষিণ সুরমা উপজেলার ইলাইগঞ্জে ইউনিভার্সাল আইডিয়াল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার রূপরেখায় শিক্ষাকে জাতীয় অগ্রাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ সৃষ্টি এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সহায়তা বৃদ্ধির বিষয়ে বিএনপি সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করেছে।

তিনি বলেন, শিক্ষা খাতে টেকসই বিনিয়োগ এবং নৈতিক মূল্যবোধভিত্তিক পাঠক্রমের মাধ্যমে একটি দক্ষ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব, যা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কলেজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. মিম্বর আলীর সভাপতিত্বে কলেজ প্রিন্সিপাল আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত প্রবাসী ট্রাস্টি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি ইউনিভার্সাল আইডিয়াল কলেজ একটি আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে -এমন আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে কলেজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হয় এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকে কলেজটির সার্বিক অগ্রগতি ও সফলতা কামনা করা হয়।

এই সম্পর্কিত আরো