সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানে শুক্রবার (২৩ জানুয়ারি) রাত্রীবেলা কোম্পানীগঞ্জ থানাধীন ২নং পূর্ব ইসলামপুর ইউপি এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই দিনে পৃথক অভিযানে ৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়। সে বতুমারা গ্রামের সমছুদ্দিন ওরফে সমছুর পুত্র কমর উদ্দিন (২৫)।
এছাড়াও উপজেলা প্রশাসনের নেতৃত্বে অবৈধ বালু ও পাথর উত্তোলন বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৪ জনকে আটক করা হয়। তারা হলেন- মোঃ আনোয়ার হোসেন আবুল (২৭), মোঃ সোহেল মিয়া (২৯), মোঃ কামাল হোসেন (২৭) এবং মোঃ লাল মিয়া (৪০)। তারা সকলেই কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান- উদ্ধারকৃত মদের সাথে সংশ্লিষ্ট পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে। গ্রেফতার ও আটককৃত সকল আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।