হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ)আসনে বিএনপি,গন অধিকার ও জমিয়ত ওলামায়ে ইসলামী জোটের প্রার্থী ডা:সাখাওয়াত হাসান জীবনের পক্ষে দুই উপজেলার সব ওয়ার্ডে একযোগে ধানের শীষ প্রতীকের প্রচার মিছিল অনুষ্টিত হযেছে।
২৩ জানুয়ারী শুক্রবার বাদ আছর দুই উপজেলার সকল ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কে এপ্রচার মিছিল অনুষ্টিত হয়।মিছিলে বিএনপি,ছাত্রদল,যুবদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতা কর্মী ছাড়া ও গন-অধিকার ও জমিয়ত ওলামায়ে ইসলামীর নেতা-কর্মীসহ সাধারন মানুষ অংশগ্রহন করেন।এসময় ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন মিছিলে অংশগ্রহনকারীরা।
দলীয় নেতা-কর্মীরা বলেন,সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণা কর্মসূচি আরও জোরদার করা হবে।
একযোগে ধানের শীষ প্রতীকের প্রচার মিছিলে বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে,নির্বাচনী প্রচারনার আগামী দিনগুলোতেও দুই উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ধানের শীষ প্রতীকের জন্য গণসংযোগ ও প্রচারণা চালানো হবে ।
এদিকে বানিয়াচং আজমিরীগঞ্জ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা:সাখাওয়াত হাসান জীবন শুক্রবার বাদ ফজর বৈষম্য বিরাধী আন্দোলনে শহীদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্টানিক ভাবে তার নির্বাচনী প্রচার শুরু করেন।