আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান এবং রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র ‘আত-তাকওয়া’ মানবিক প্রকল্পের প্রধান উপদেষ্টা বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান, বালাগঞ্জ উপজেলার রুগনপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আলী আহমদ নেছাওর।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ‘আত-তাকওয়া’ মানবিক প্রকল্পের ভবন নির্মাণ, ভিত্তি স্থাপনসহ প্রকল্পের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনাক্রমে সিদ্ধান্ত হয়, আগামী মার্চের শেষ সপ্তাহ অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের রুগনপুর এলাকায় প্রকল্পের নিজস্ব ভূমিতে ‘আত-তাকওয়া’ মানবিক প্রকল্পের ভবনের ভিত্তি স্থাপন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল।
উল্লেখ্য, রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘আত-তাকওয়া’ মানবিক প্রকল্পটি সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা, বৃদ্ধাশ্রম, স্বাস্থ্যকেন্দ্র এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।
ইতোমধ্যে প্রকল্পের প্রায় ১৫০ শতক জমিতে মাটি ভরাট, বিদ্যুৎ সংযোগ স্থাপন, বাউন্ডারি ওয়াল নির্মাণ, বৃক্ষরোপণ এবং নিজস্ব রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।