সুনামগঞ্জের পৌর এলাকায় চোলাই মদ তৈরির কারখানা থেকে চোলাই মদ ও বেশ কিছু প্লাস্টিকের ড্রাম জব্দসহ তিন নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখের নেতৃত্বে পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে চোলাই মদের কারখানা থেকে বেশ কিছু চোলাই মদসহ প্লাস্টিকের ড্রাম জব্দ করে সদর মডেল থানা পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে তিন নারীকে আটক করা হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ মদসহ তিন নারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।