শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬
শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
১১৮ প্রতীক ও কারচুপির আশঙ্কা - পোস্টাল ব্যালট ও গণভোট নিয়ে দ্বিধাদ্বন্দ্বে অস্ট্রেলিয়া প্রবাসীরা উপদেষ্টা পরিষদে ১১ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও নীতি অনুমোদন নির্বাচনি জনসভায় জামায়াত আমির - স্বপ্নের বাংলাদেশ গড়তে ১০ দলের প্রার্থী ও ‘হ্যাঁ’-কে বিজয়ী করতে হবে মৌলভীবাজারে তারেক রহমান - যাদের প্রটোকল দরকার, তাদেরটা তিন গুণ করে দিন গাজার শরণার্থী সংস্থা বন্ধে যেভাবে কাজ করেছে ইসরাইল জামালগঞ্জে দাঁড়ি পাল্লার সমর্থনে মিছিল ও পথসভা শান্তিগঞ্জে নির্মাণকালেই ফোরলেন সড়কের গাইড ওয়াল ও ভিটবালীতে ধস হবিগঞ্জের তারেক রহমান - কেবল বিএনপি পালায় না জামালগঞ্জে সরস্বতী পূজাকে কেন্দ্র করে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রতিমা বেচাকেনা সুনামগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে নির্মাণকালেই ফোরলেন সড়কের গাইড ওয়াল ও ভিটবালীতে ধস

বহুল প্রত্যাশিত সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক সড়ককে ফোরলেনে রূপান্তরের অংশ হিসেবে শান্তিগঞ্জ উপজেলায় নির্মাণাধীন সড়কের গাইড ওয়াল ও ভিটবালীতে ধসের ঘটনা ঘটেছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতু মন্ত্রণালয়ের অধীনে সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বাস্তবায়নে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে উজানীগাঁও পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক ফোরলেনে উন্নীত করার কাজ চলমান রয়েছে। এ প্রকল্পের নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পায় এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ২৫২ টাকা। ২০২৫ সালের জুন মাসে চুক্তি সম্পাদনের মাধ্যমে ২৮ মাস মেয়াদি এই কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে সড়ক নির্মাণকাজ শুরু করা হয়। সড়কের দুই পাশে ভিটবালী দিয়ে ভরাট করে পুরোদমে কাজ চলছিল। বর্তমানে রাস্তার দক্ষিণ পাশে ভিটবালীর ওপর হালকা গাইড ওয়াল নির্মাণ ও ঢালাইয়ের কাজ চলমান রয়েছে।

সরেজমিনে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পরিদর্শনে দেখা যায়, রাস্তার ঢালাইয়ের কাজ শেষ হওয়ার পর হঠাৎ করে শান্তিগঞ্জ বাজারের পূর্ব-দক্ষিণ পাশের কিছু অংশে গাইড ওয়ালে ফাটল দেখা দেয় এবং ভিটবালীতে ধস নামে। এতে ভিটবালীর কয়েকটি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

গাইড ওয়ালে ফাটল ও ভিটবালীতে ধস নামায় স্থানীয় সচেতন মহলের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন—এভাবে গাইড ওয়াল ও এর নিচের ভিটবালী দুর্বল হয়ে পড়লে ভবিষ্যতে সড়কটি নিচের দিকে ধেবে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার সাকিব–এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, যেখানে হালকা ধস দেখা দিয়েছে সেখানে দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, উক্ত স্থানে ড্রেন, ফুটপাত ও গাইড ওয়াল নির্মাণ সম্পন্ন হলে ভবিষ্যতে আর ধসের সম্ভাবনা থাকবে না।

এদিকে বিষয়টি নিয়ে সুনামগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহমদ উল্লাহ–এর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই সম্পর্কিত আরো

১১৮ প্রতীক ও কারচুপির আশঙ্কা পোস্টাল ব্যালট ও গণভোট নিয়ে দ্বিধাদ্বন্দ্বে অস্ট্রেলিয়া প্রবাসীরা

উপদেষ্টা পরিষদে ১১ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও নীতি অনুমোদন

নির্বাচনি জনসভায় জামায়াত আমির স্বপ্নের বাংলাদেশ গড়তে ১০ দলের প্রার্থী ও ‘হ্যাঁ’-কে বিজয়ী করতে হবে

মৌলভীবাজারে তারেক রহমান যাদের প্রটোকল দরকার, তাদেরটা তিন গুণ করে দিন

গাজার শরণার্থী সংস্থা বন্ধে যেভাবে কাজ করেছে ইসরাইল

জামালগঞ্জে দাঁড়ি পাল্লার সমর্থনে মিছিল ও পথসভা

শান্তিগঞ্জে নির্মাণকালেই ফোরলেন সড়কের গাইড ওয়াল ও ভিটবালীতে ধস

হবিগঞ্জের তারেক রহমান কেবল বিএনপি পালায় না

জামালগঞ্জে সরস্বতী পূজাকে কেন্দ্র করে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রতিমা বেচাকেনা

সুনামগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার