দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় সুনামগঞ্জ- ৩ ও সুনামগঞ্জ-৪ আসনের বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বহিস্কৃতরা হলেন- সুনামগঞ্জ- ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন (তালা) ও সুনামগঞ্জ- ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন (মোটরসাইকেল)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।