বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের অনিলগঞ্জ বাজারে দোয়া ও মুনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এম এ মালিক দেশের মানুষের সেবায় আজীবন নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমি দেশের মানুষের সেবার জন্য সবকিছু ত্যাগ করে দেশে স্থায়ীভাবে ফিরে এসেছি। মানুষের দুঃখ-কষ্ট আমাকে গভীরভাবে নাড়া দেয়। দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকার অবহেলিত রাস্তাঘাট, ব্রিজ ও জলাবদ্ধতা দেখলে মনে হয় আমরা অনেক বছর পিছিয়ে আছি।”
তিনি বলেন, “আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। আল্লাহর কাছে ওয়াদা করেছি—মুনাফিক হয়ে নয়, কথা ও কাজে মিল রেখেই মানুষের পাশে থাকবো।
এম এ মালিক আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির আওতায় কৃষকদের জন্য কৃষি কার্ড ও পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড চালু করা হবে। কৃষকরা এই কার্ডের মাধ্যমে বিনা সুদে সার ও প্রয়োজনীয় সহায়তা পাবেন এবং প্রত্যেক পরিবারে নারীদের জন্য মাসিক ২ হাজার ৫ শত টাকা প্রদান করা হবে।”
তিনি দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আসন্ন দিনগুলোতে সিলেটসহ সারাদেশে বিএনপিকে সংগঠিত করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে বিএনপিই আগামী দিনে সরকার গঠন করবে।”
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মুরুব্বি ও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।