সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের চূড়ান্ত লড়াইয়ে মনোনীত হয়েছেন কামরুজ্জামান কামরুল। দীর্ঘ প্রতীক্ষা ও নানা সমীকরণের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের বিধি এবং দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সুনামগঞ্জ-১ আসনের জন্য কামরুজ্জামান কামরুলকে বিএনপির বৈধ ও চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হলো। রবিবার (১৮ জানুয়ারি) বিকেল থেকে এই মনোনয়ন পত্রের অনুলিপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
চূড়ান্ত মনোনয়নের খবর পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কামরুজ্জামান কামরুল সাংবাদিকদের বলেন, "আমাকে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন প্রদান করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
তিনি আরও বলেন, "সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষকে। কারণ, তাদের ভালোবাসা এবং দীর্ঘদিনের চাওয়া কেন্দ্রের কাছে গুরুত্ব পেয়েছে। মূলত সাধারণ মানুষের আবেগ আর দাবির ফলেই দল আমাকে চূড়ান্তভাবে বেছে নিয়েছে।"
সুনামগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়ন ও অবহেলিত মানুষের অধিকার পুনরুদ্ধারে আমৃত্যু কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন কামরুল। তিনি আসন্ন নির্বাচনে বিজয়ী হতে এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও পূর্ণ সহযোগিতা কামনা করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কামরুজ্জামান কামরুলের চূড়ান্ত মনোনয়নের ফলে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির অবস্থান আরও সুসংহত হলো এবং নির্বাচনী লড়াইয়ে দলটির শক্ত অবস্থান তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।