সিলেট-৩ আসনের সার্বিক উন্নয়ন ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের (এম এ মালিক) প্রতি পূর্ণাঙ্গ সমর্থন ঘোষণা করেছে সিলেট জেলা সড়ক পরিবহন।
রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরস্থ সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়। সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মালিক ও শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে এম এ মালিককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক আবেগঘন কণ্ঠে বলেন, "আমি নিজেও একজন শ্রমজীবী মানুষ এবং একজন প্রবাসী শ্রমিকের সন্তান। শ্রমিক পরিচয় দিতে আমি গর্ববোধ করি। আমরা অপরাধী বা ডাকাত নই; আমরা শ্রম দিয়ে সৎপথে জীবন গড়ি। পৃথিবীর ৯৯ শতাংশ মানুষই শ্রমজীবী, আর আমি সেই শ্রমজীবী মানুষের সরকার গড়তেই রাজনীতিতে এসেছি।"
তিনি আরও যোগ করেন, "আমি আপনাদের টার্মিনাল দখল করতে আসিনি, এসেছি আপনাদের সেবক হতে। যখনই প্রয়োজন হবে, আমাকে আপনাদের পাশে পাবেন।"
নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে এম এ মালিক বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার কর্মসূচির মাধ্যমে সিলেট-৩ আসনকে একটি আধুনিক ও মডেল এলাকায় রূপান্তর করা হবে। বিশেষ করে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও অবকাঠামোগত সমস্যা দূর করতে তিনি বিশেষ গুরুত্ব দেবেন। নির্বাচিত হলে তিনটি উপজেলায় স্থায়ী কার্যালয় স্থাপন করে জনগণের সরাসরি সংস্পর্শে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে এম এ মালিক বলেন, আগামী ২২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে সিলেটবাসীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। তিনি উপস্থিত সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শরিক হওয়ার আহ্বান জানান।
সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি কয়েস আহমদ।
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত।
সিলেট জেলা সড়ক পরিবহণ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহীম, সাধারণ সম্পাদক এমরান হোসেন ঝুনু, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ট্রাক মালিক গ্রুপের কার্যকরী সভাপতি নাজির আহমদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান ও যুগ্ম সম্পাদক তারেক আহমদ।
বিভাগীয় শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মইনুল ইসলাম, ট্রাক-পিকআপ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ কাউছার আহমদ, সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্কর, অটো রিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের (৭০৭) সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের (২০৯৭) সভাপতি মোঃ মতছির আলী এবং ইমা লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রুনু মিয়া মইনসহ আরও অনেকে।
সভার শেষে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এম এ মালিকের গলায় ফুলের মালা পরিয়ে দেন এবং নির্বাচনী মাঠে তাঁর পক্ষে সর্বাত্মক কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।