সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে সিলেট মহানগরীর নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। পরে সকালে তাকে সিলেট কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনীর অভিযানকারী দলটি।
আটক আনোয়ার হোসেন মানিকের পরিবারের সদস্যরা জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সেনাবাহিনীর একটি দল তাঁর বাসায় অভিযান চালায়। তল্লাশি শেষে ওই সময় তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।
মানিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, সেনাবাহিনীর একটি দল বিএনপি নেতা মানিককে আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
তবে কোন মামলায় বা কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক বিস্তারিত জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।