সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত এক আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে তিনটি ড্রাম ট্রাক ও ৫৪০ ঘনফুট বালু জব্দ করে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানের দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম এই অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে জিআর মামলায় সাজা পরোয়ানাভুক্ত আসামি রুবেলকে (পিতা-মর্তুজ আলী) তার নিজ এলাকা সুলতানপুর থেকে গ্রেফতার করা হয়।
পৃথক অভিযানে থানার চেকপোস্ট-১০ এলাকায় বিশেষ তল্লাশিকালে বালুভর্তি তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত ট্রাকগুলোর মধ্যে একটি আইশার (সিলেট-মেট্রো-ঢ-১১-০৩৯৪), একটি রেজিস্ট্রেশনবিহীন আইশার এবং একটি টাটা ড্রাম ট্রাক (সিলেট-মেট্রো-ট-১১-০২৫৩) রয়েছে। পুলিশ জানায়, জব্দকৃত ট্রাক তিনটির আনুমানিক বাজারমূল্য ২১ লক্ষ টাকা। প্রতিটি ট্রাকে ১৮০ ঘনফুট করে মোট ৫৪০ ঘনফুট অবৈধ বালু পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ১৬ হাজার ২০০ টাকা।
বালু পরিবহনের দায়ে ঘটনাস্থল থেকে মো. জসিম উদ্দিন (২৫) ও আছলম উদ্দিন (৩৬) নামে দুইজনকে আটক করা হয়। জসিম জৈন্তাপুর থানার ডউডিক গ্রামের মঈন উদ্দিনের ছেলে এবং আছলম একই থানার নয়াগাতি গ্রামের আব্দুল মালিকের ছেলে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন রোধে পুলিশের এই অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।