খেলাফত মজলিস জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার সাচনা বাজারে খেলাফত মজলিস উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী আকবরের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা হাম্মাদ আহমদ, মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, হাফিজ হেলাল আহমদ, মাওলানা তোফাজ্জুল হোসেন, মাওলানা ইমরান আহমদ, ক্বারী মো. ইউসুফ কাজী, ক্বারী মুস্তাক আহমদ, মো. আমির হোসেন, মো. রায়হান মিয়া, মো. বুলবুল আহমদ, মো. রিপন আহমদ সহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আগামী দিনে খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। তাই উপজেলার প্রতিটি ঘরে ঘরে সংগঠনের দাওয়াত পৌঁছে দিয়ে ইসলামী আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।