সারা দেশে জেগে বসেছে শীত। এই শীতে উপজেলার শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে কয়েকগুণ। কনকনে ঠান্ডায় দিন যাপন করছে অসহায় নিম্ন আয়ের মানুষ। সমাজের অসহায় মানুষের প্রতি ভালবাসা ও সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে ব্র্যাক ব্যাংক সাচনা বাজার শাখা।
সোমবার সকালে সাচনা বেহেলী রোড ব্র্যাক ব্যাংক শাখা অফিসে ও জামালগঞ্জ থানার মাঠে ব্র্যাক ব্যাংকের আয়োজনে ৬ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক সিলেট জোনের আঞ্চলিক ম্যানেজার মোঃ সুজা উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জোনের ক্রেডিট শাখার সিনিয়র ম্যানেজার মোঃ মজিবুর রহমান। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জয়নাল আবেদীন, এসআই মোঃ সিদ্দিকুর রহমান।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালগঞ্জ ইউনিট ইনচার্জ বিকাশ মিয়া, রিলেশনশিপ অফিসার জিসান মিয়া, সুনামগঞ্জ এরিয়া এজেন্ট অফিসার প্রিন্স চন্দ্র সরকার।
প্রধান অতিথি বলেন, এই উদ্যোগ আমাদের সহকর্মীদের ঐক্য, সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত। আমার শুধু শীতবস্ত্র বিতরণ করছি না, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে উষ্ণতা পৌছে দিচ্ছি। আমরা ভবিষ্যতে এধরণের সহায়তা অব্যাহত রাখবো।