সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বালি-পাথর লুট - গোয়াইনঘাটে বেপরোয়া সোহাগ বাহিনী বানিয়াচংয়ে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বিশ্বনাথে ব্যাংক চুরির চেষ্টা ব্যর্থ, অল্পটুকু অর্থ ও সামগ্রী নিয়ে চোররা পালালো হবিগঞ্জ-১ আসনে নাটকীয় সিদ্ধান্তের ইঙ্গিত, সরে যেতে পারেন শেখ সুজাত ওসমানীনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২ সুনামগঞ্জে প্রতাপ রঞ্জন তালুকদারের গানের বইয়ের মোড়ক উন্মোচন কুলাউড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত সেলিম আহমদ জামালগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল ঘিলাছড়া  দ্বিমুখী  উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছরপূর্তি উদযাপন জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযানে ২০ হাজার ঘনফুট বালু জব্দ, ধ্বংস ৫০টি নৌকা—অধরা বালু ব্যবসায়ী
advertisement
সিলেট বিভাগ

বালি-পাথর লুট

গোয়াইনঘাটে বেপরোয়া সোহাগ বাহিনী

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন ও পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকলেও থামানো যাচ্ছে না প্রভাবশালী বালি ও পাথর খেকো চক্রকে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে বালু ও পাথর লুটপাটের ভয়াবহ পরিণতিতে রোববার (১২ জানুয়ারি) ভোরে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়,  রোববার ভোর ৬টার দিকে উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের জুমপাড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি পেলোডারের (বালু তোলার যন্ত্র) চাকায় পিষ্ট হয়ে ওই অবৈধ বালি উত্তোলনের স্পটের ম্যানেজার পারভেজ আহমেদ (২৭) নিহত হন। নিহত পারভেজ উপজেলার ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকার জামাল মিয়ার ছেলে। জানা গেছে, ওই স্পটটিতে ‘ফেলুডার ফারুক’ হিসেবে পরিচিত জনৈক ব্যক্তির যন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছিল।


অনুসন্ধানে জানা গেছে, পিয়াইন নদীর পরিবেশ ধ্বংসে বেপরোয়া হয়ে উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। এই চক্রের নেতৃত্বে রয়েছেন জাফলং কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া, আশরাফ আলী, হান্নান, কথিত বৈষম্যবিরোধী নেতা সাইফুল ইসলাম মান্না ও ফেলুডার ফারুক। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সোহাগ মিয়া ও তার দলবল খোলস পাল্টে শ্রমিক নেতা সেজে জাফলংয়ে তান্ডব চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।


স্থানীয়দের দাবি, এই সিন্ডিকেটটি জুমপাড়, বল্লাঘাটসহ অন্তত ১৫টি পয়েন্ট থেকে প্রতি রাতে লাখ লাখ টাকার সরকারি সম্পদ লুট করছে। প্রতিবাদ করলে তারা সাধারণ শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে পরিস্থিতি ঘোলাটে করে এবং হামলা-মামলার হুমকি দিয়ে সাধারণ মানুষের মুখ বন্ধ রাখে।


গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। অভিযানে জেল, জরিমানা এবং বালু জব্দের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বালু ও পাথরখেকো চক্রটি প্রশাসনের ঝটিকা অভিযানের পর আবারো সংঘবদ্ধ হয়ে তাদের লুটতরাজ চালিয়ে যাচ্ছে। প্রতিবাদ করলে সাধারণ শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে পরিস্থিতি ঘোলাটে করা এবং হামলা-নির্যাতনের হুমকিরও অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে।


অভিযুক্ত সাইফুল ইসলাম মান্না তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি চাঁদাবাজি করি না, বালুর ব্যবসা করি। 

তবে সিলেট জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক ও এনসিপি নেতা আকতার হোসেন জানান, সাইফুল ইসলাম মান্না নামের কাউকে চিনি না তবে মান্না নামের একজনকে চিনি। আমাদের সংগঠনের নাম ব্যবহার করে কেউ অবৈধ কাজে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সমেদ মিয়া বলেন, আমাদের সংগঠনের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে আমরা ছাড় দেব না। শ্রমিকরা লুটপাট করে না, তারা দিনমজুর।


জাফলং এলাকার বিট কর্মকর্তা আবদুল হান্নান জানান, আমাদের থানা পুলিশ অবৈধ বালি পাথর উত্তোলনে কঠোর অবস্থানে রয়েছে। আমরা জাফলংয়ে বালি-পাথর লুটপাটের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। কয়েকদিন আগে জাফলং সেতুর নিচ থেকে অবৈধভাবে বালি উত্তোলনকালে দানবযন্ত্র ফেলুডার মেশিন ও বালি জব্দ করেছি। জুমপারে শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, বালু ও পাথর লুটপাট বন্ধে আমরা 'জিরো টলারেন্স' নীতিতে আছি। আজকের দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জেলা প্রশাসকের নির্দেশে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। লুটপাটের সাথে জড়িতদের জেল-জরিমানা করা হচ্ছে। যারা প্রশাসনের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আরও কঠোর করা হবে।

 

ঘটনার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পরিবেশ রক্ষায় টাস্কফোর্সের অভিযান আরও জোরালো করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এই সম্পর্কিত আরো

বালি-পাথর লুট গোয়াইনঘাটে বেপরোয়া সোহাগ বাহিনী

বানিয়াচংয়ে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিশ্বনাথে ব্যাংক চুরির চেষ্টা ব্যর্থ, অল্পটুকু অর্থ ও সামগ্রী নিয়ে চোররা পালালো

হবিগঞ্জ-১ আসনে নাটকীয় সিদ্ধান্তের ইঙ্গিত, সরে যেতে পারেন শেখ সুজাত

ওসমানীনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২

সুনামগঞ্জে প্রতাপ রঞ্জন তালুকদারের গানের বইয়ের মোড়ক উন্মোচন

কুলাউড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত সেলিম আহমদ

জামালগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ঘিলাছড়া  দ্বিমুখী  উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছরপূর্তি উদযাপন

জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযানে ২০ হাজার ঘনফুট বালু জব্দ, ধ্বংস ৫০টি নৌকা—অধরা বালু ব্যবসায়ী