সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তিতে উপলক্ষে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান (নীলা জয়ন্তি) সম্পন্ন হলো।
বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে অবদান রাখা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণের উচ্ছ্বাসে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
রেজিস্ট্রেশন, র্যালি ও শোভাযাত্রা,আলোচনা সভা, স্মৃতিচারণা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন আয়োজনে মেতে ওঠেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্ছ শিক্ষা আঞ্চলিক উপ-পরিচালক আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আতিকুল গণি, আমেরিকার নিউইয়র্কের ব্রুঙ্কস'র বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা আব্দুর রব (দলা মিয়)।
দুদিন ব্যাপী এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ হায়াতুল ইসলাম আকঞ্জি।
বিশেষ অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগে নব নিযুক্ত আইনজীবি ব্যারিস্টার আব্দুল হালিম কাফি, সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন প্রমুখ।
৬৫ বছর পূর্তি ও পুনর্মিলনী কমিটির সভাপতি সিলেট শিক্ষা বোর্ডের প্রাক্তণ চেয়ারম্যান প্রফেসর মো. জাকির আহমদ এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির জিলা জানান, দেশ-বিদেশে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা নীলা জয়ন্তি অনুষ্ঠানে অংশ নেন। এই আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের যারা সমাজে আলোর দ্যুতি ছড়াচ্ছেন, তারা এলাকার শিক্ষার মানোন্নয়নে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।