সুনামগঞ্জের জামালগঞ্জে দেড় কেজি গাজাঁসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর বিলপাড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করে জামালগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতাকৃত ব্যক্তি হলেন-উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত আ.আজিজের ছেলে আ.হাফিজ (৭০)।
পুলিশ জানায়, গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ লক্ষীপুর বিলপাড় এলাকায় মাদক ব্যবসায়ীর বসতঘরে তল্লাশী করে দেড় কেজি গাজাঁসহ আটক করে থানায় নিয়ে আসে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বন্দে আলী জানান, আটককৃতের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।