সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে জিয়ারত, দোয়া ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহোদর, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম আসকির আলী এবং ইলিয়াস-পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএনপি, ছাত্রদল, যুবদল ও বিভিন্ন পর্যায়ের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় নিখোঁজ এম ইলিয়াস আলীসহ গুমকৃত সকল নেতাকর্মীকে ফিরে পাবার প্রত্যাশায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক ছাত্রনেতা এম আসকির আলী বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার ও মানবতা প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়াকে গোটা জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি প্রতিটি মানুষের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন। তাঁর আপসহীন নেতৃত্ব ও রাজনৈতিক সংগ্রাম আমাদের জন্য সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এম আসকির আলী তাঁর বক্তব্যে আবেগপ্রবণ কণ্ঠে বলেন, তৃতীয় বিশ্বের গণমানুষের আপসহীন নেত্রী এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার প্রয়াণে আজ সমগ্র বাংলাদেশ ব্যথিত। আমরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং আত্মার মাগফিরাত কামনা করতে এখানে এসেছি।
নিখোঁজ ভাই এম ইলিয়াস আলীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমার ভাই এম ইলিয়াস আলী শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আস্থা রেখে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের প্রতি অবিচল থেকে সৎ এবং নিষ্ঠার সাথে দল ও দেশের জন্য কাজ করেছেন। তিনি বেগম খালেদা জিয়ার আদর্শকে অনুসরণ করে আধিপত্যবাদ ও ফ্যাসিজমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সেই কারণে আজ ১৪ বছর ধরে তাঁকে গুম করে রাখা হয়েছে। তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া এবং নিখোঁজ এম ইলিয়াস আলীর ফিরে আসার জন্য প্রার্থনার অনুরোধ জানান।
ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য তুলে ধরে সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম আসকির আলী বলেন, বেগম জিয়ার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক, স্বাধীন ও ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গড়ে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। সেই ধারাবাহিকতা বজায় রেখে জনাব তারেক রহমান বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।
তিনি দেশবাসীকে তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ফ্যাসিবাদমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এমন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যাতে এদেশের মানুষ বিশ্ব মানচিত্রে বুক উঁচু করে দাঁড়াতে পারে।