মৌলভীবাজারের কুলাউড়া থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯। মামলার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে এক ঝটিকা অভিযানে র্যাব ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী সজল দেবনাথকে (২১) গ্রেফতারে সক্ষম হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, অপহৃত স্কুলছাত্রী কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের পথে পৃথিমপাশা ইউনিয়নের বিজলী গ্রামের উপেন্দ্র দেবনাথের ছেলে সজল দেবনাথ ওই ছাত্রীকে দীর্ঘ দিন ধরে উত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় সজল তাকে অপহরণের হুমকি দেয়।
১ জানুয়ারি সকাল ১০টার দিকে ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় রবিরবাজার এলাকার আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে সজল ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে ৬ জানুয়ারি ভিকটিমের পিতা বাদী হয়ে কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)-এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সাটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার প্রধান আসামি সজল দেবনাথকে গ্রেফতার করা হয় এবং অপহৃত ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।