শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে লুন্ঠিত অস্ত্রের সন্ধান দিলেই মিলবে পুরস্কার

সিলেটে লুন্ঠিত অস্ত্রের সন্ধান দিলেই মিলবে পুরস্কার। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম জোরদার করতেই এ পুরস্কার ঘোষণা করেছে সরকার।

সম্প্রতি সরকার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, লুণ্ঠিত পিস্তল ও শটগান উদ্ধারে তথ্যদাতাকে ৫০ হাজার টাকা, চায়না রাইফেলের এক লাখ টাকা, এসএমজির জন্য দেড় লাখ এবং এলএমজি উদ্ধারের জন্য তথ্যদাতাকে পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রতি রাউন্ড গুলির তথ্যের জন্য ৫০০ টাকা করে পুরস্কার নির্ধারণ করা হয়েছে।

নিকটস্ত থানায় গিয়ে পুলিশের কাছে তথ্য দিতে হবে এবং এক্ষেত্রে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সিলেট মহানগরীর বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে ১০১টি বিভিন্ন ধরনের অস্ত্র লুট হয়। এরমধ্যে মাত্র কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এই সম্পর্কিত আরো