শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দক্ষিণ সুরমায় দোয়া মাহফিল

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় সিলেটের দক্ষিণ সুরমায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে দক্ষিণ সুরমা উপজেলার ডুংশ্রী গ্রামস্থ আয়োজকের নিজ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপি নেতা নাজমুল ইসলাম দুলালের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাব উদ্দিন।

সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী বশিরুল ইসলাম ইজলাল। মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মো. শাহাব উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও দেশপ্রেমের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান।

মাহফিলের প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজুল ইসলাম তাজুল। তিনি বলেন, একজন আপসহীন নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর জীবন ত্যাগ, সাহস ও নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।

ডুংশ্রী গ্রামের প্রবীণ মুরব্বি আলা উদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে আয়োজক নাজমুল ইসলামের ভাই  ফ্রান্স দর্পন পত্রিকার সম্পাদক, ফ্রান্স–বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিলেট জালালাবাদ কলেজের সাবেক প্রভাষক শামসুল ইসলাম খালালের স্বাগত বক্তব্য রাখেন। শুরুতেই শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানের মূল আকর্ষণ, সিলেট ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মালেকের অনুপস্থিতির জন্য সমাগত সবার কাছে দু:খ প্রকাশ করেন।

তিনি আরো বলেন, দেশ ও জাতির জন্য নিবেদিত এই মহিয়সী নেত্রীর রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম তুরন, বিএনপির নেতা মিসবাউর রহমান দলা ও জহিরুল ইসলাম রাসেল। বক্তারা মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

দোয়া মাহফিলে ডুংশ্রী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

সবশেষে উপস্থিত মুসল্লিদের মাঝে শিরনি বিতরণের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সম্পর্কিত আরো