জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জামালগঞ্জ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি হলরুমে অনুষ্ঠিত হয়। পিএফজির এ্যাম্বসেডর নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও পিএফজি সসমন্বয়কারী আব্দুল মালিক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের একে কুদরত পাশা।
সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সহিংসতামুক্ত করতে কাজ করতে হবে। সভায় সিদ্ধান্ত হয় আগামী ২৮ জানুয়ারি সুনামগঞ্জ-১ আসনে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমূখি অনুষ্ঠানের আয়োজন করা হবে। আছাড়াও পিএফজির উদ্যোগে হাওর রক্ষা বাঁধ পরদর্শণ এর জন্য সিদ্ধান্ত হয়।
পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন, পিস এম্বাসেডর আব্দুল মন্নান তালুকদার, আলেয়া বেগম, বীণা রানী তালুকদার, পিএফজি সদস্য আব্দুল খালেক, নাজিম উদ্দিন, ফখরুল আলম চৌধুরী, খয়িরুল কবির চৌধুরী, খালেদা আক্তার, আল-আমীন, মিনারা আক্তার, আয়শা সিদ্দিকা, সামিয়া আখি, বেবী রানী, অর্চণা দাস, শারমীনা বেগম প্রমূখ।