মৌলভীবাজারের কুলাউড়ায় খালিক-ছায়েরা একাডেমি নামে নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব কামার কান্দি (মেরিনা সাইনবোর্ড) এলাকায় এই একাডেমির শুভ উদ্বোধন করা হয়।
জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরুর সভাপতিত্বে উদ্বোধন পূর্বক আলোচনা সভা শেষে একাডেমির শুভ উদ্বোধন করেন কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম।
এসময় একাডেমির শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক কামাল আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লংলা আধুনিক মহা বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান, জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিলন বৈদ্য, গিয়াসনগর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা তৈয়বুর রহমান, জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ইমরান, সাবেক আহ্বায়ক আব্দুল গফ্ফার চৌধুরী, একাডেমির প্রতিষ্ঠাতা সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক, সাংবাদিক আবদুল আহাদ, বিন্দু ম্যাগাজিনের সম্পাদক সিরাজুল আলম জুবেল, জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন আহমদ প্রমুখ।
একাডেমির সার্বিক দিক তুলে শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির প্রিন্সিপাল আজিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সহকারী শিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম মাওলানা গিলমান আহমদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়চন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মো. নুর মিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রাজন আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাবেদ আহমদ, রিপন আহমদসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। পরে বিশেষ মোনাজাত শেষে ফিতা কেটে একাডেমির শুভ উদ্বোধন করা হয়।
খালিক-ছায়েরা একাডেমির পরিচালক, ফ্রান্স প্রবাসী ইঞ্জিনিয়ার বাবুল আহমদ মুঠোফোনে জানান, এই একাডেমিতে (১ম-৫ম) শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের পাশাপাশি কম্পিউটার, ইংরেজি ও আরবী শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে। উচ্চ শিক্ষিত, স্মার্ট এবং পরীক্ষিত শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান করা হবে। একটি আধুনিক একাডেমিতে রুপান্তরের জন্য সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, এই একাডেমীর লক্ষ্য হলো গুনগত শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক পদ্ধতিতে মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করে পাঠদান প্রদান করা। আগামীতে এই একাডেমিকে উচ্চ বিদ্যালয় পর্যায়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এজন্য তিনি এলাকাবাসীর দোয়া ও আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।